জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রক্সি দিয়ে ২০২১-২২ সেশনে প্রথম 💫বর্ষে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী𒅌কে আটক করা হয়েছে। আটক শিক্ষার্থীর নাম মো. মিনহাজুল আবেদীন আল-আমিন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে বিশ🐽্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের আইন বিভাগে ভর্তি হতে এলে তাকে আটক করা হয়।
আটক মিনহাজুল সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সির মাধ্যমে ১০ম স🙈্থান লাভ করে।
আটক মিনহাজুল আবেদীনের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া পৌর👍সভার গৌড়ীপুর এলাকায়। তার বাবা📖র নাম মো. আবদুল লতিফ। মিনহাজুল ফুলবাড়িয়া পৌরসভার আল-হেরা একাডেমি থেকে এসএসসি এবং ময়মনসিংহ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজুল প্রক্সির বিষয়টি স্বীকার করেছেন বলে জানান বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শা༒খার প্রধান সুদীপ্ত শাহীন ।
প্রক্সির বিষয়টি স্বীকার করে ওই ভর্তিচ্ছু বলেন, “ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্♏রি কলেজ পড়ুয়া শাহিনুর নামে আমার এ𒀰ক মামা প্রক্সির মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। এর বিনিময়ে ৩ লাখ টাকা দেওয়া হয়। তবে পরীক্ষা কে দিয়েছে সেটা জানি না। বারবার হাতের লেখা চর্চার পর ভাইভায় অংশ নিয়েছিলাম।”
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, “নিরাপত্তা শাখায় এনে মিনহাজুল আবেদীনকে জিজ্ঞাবাদ করা হয়। এ সময় সে প্রথমে জালিয়াতির বিষয়টি অস্বীকার করে। যদিও পরে জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন। তার মুঠোফোন জব্দ করে জালিয়াতি চক্রের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ🎃 করা হয়েছে।”