স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর রজতজয়ন্তী উপলক্ষে জাহাঙ্গীরনগ🌞র বিশ্ববিদ্যালয় (জাবি) জোনের আ ফ ম কামালউদ্দিন হল ইউ𝓡নিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার 🧸(৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্♓দিন হল প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন ফল, ফুল এবং ওষুধি জাতের বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আ ফ ম কামালউদ্দিন হলের হাউজ টিউটর এব𓆉ং জার্নালিজম অ্যান্ড 🌠মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক শিবলী নোমান ও সহকারী রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন তালুকদার।
꧙এছাড়াও বাঁধনের আ ফ ম কামালউদ্দিন হল ইউনিটের সভাপতি মুজতাহিদ, সাধারণ সম্পাদক শুভ মাহমুদ, হল ইউনিটের উপদেষ্টাবৃন্দ ও হলের বাঁধনকর্মীরা উপস্থিত ছিলেন।
‘একের রক্ত, অন্যের জীবন’ এই স্লোগানকে ধারণ করে সামাজিক আন্দোলন হিসাবে স্বেচ্ছায় রক্তদানের জন্য ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধনের যাত্রা শুরু হয়। আগ𝕴ামী ২৪ অক্টোবর সংগঠনট🍸ির ২৫ বছর পূর্ণ হবে।