বিনা অনুমতিতে দূতাবাসে চাকরি, ঢাবি শিক্ষক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৬:৪৩ পিএম

বিনা অনুমতিতে ঢাকাস্থ একটি দূতাবা✨সে পূর্ণকালীন চাকরি করার অভিযোগ প্রমাণিত হওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আশরাফ-উজ-জামান সরকারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউট জার্মান ভাষার শিক্🌌ষক ছিলেন।

বুধবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনস💫ংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপ♈তিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ🐭্ঞপ্তি বলা হয়, সহকারী অধ্যাপ🥀ক আশরাফ-উজ-জামান সরকারে বিরুদ্ধে আনীত অভিযোগ সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের নিকট সত্য বলে প্রমাণিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকের একই সময়ে দুই কর্মস্থলে পূর্ণকালীন চাকরি করা শাস্তিযোগ্য অপরাধ এবং চাকরির বিধি-বিধান, শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপ হওয়ায় ট্রাইবুনালের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি ♕এম রেজাউল করিম ফকির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।