একাধিকবার শিক্ষিকা ও শিক্ষার্থীকে লাঞ্চিত করা ও হত্যার হুমকির ꦅঅভিযোগে এক ছাত্রকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছে রাজশা🌄হী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
বুধবার (২৯জুন) বিশ্ববিদ▨্য🌞ালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম আশিক উল্লাহ। তিনি আইন বিভাগের মাস্টার্সের ও শহীদ জিয়াউ🤪র রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার আইডি ১৬১১০৬২৩।
উক্ত পত্রে বলা হয়, “আশিক উল্লাহ দীর্ঘদিন যাবত একাধিকবার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটাচ্ছে। বিভিন্ন সময়ে সে শিক্ষক ও শিক্ষার্থীদের হত্🎶যার হুমকি দিয়েছে। আজ বুধবার আইন বিভাগের ক্লাসরুমে শ্রদ্ধেয় একজন শিক্ষক ড. বেগম আসমা সিদ্দীকাকে হেনস্থা করার প্রেক্ষিতে এবং ছাত্র-ছাত্রীদের আন্দোলন ও দাবীর মুখে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে সাময়িকভাবে ব💎হিষ্কার করার নির্দেশ প্রদান করা হলো।”
এর আগে আশিক তার বিভাগের এক শিক্ষকের প্রাইভেটকারযোগে সহপাঠী মাহমুদুল ইসলামকে অপহরণ করে মারধর করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নুরের বাসায় এক রাতে প্রবেশ করে ফেসবুক লাইভ করে ♋অশোভন কথাবার্তা বলে।