পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে পানিবন্দি জীবন পার করছেন সিলেটের লাখো মানুষ। 🦂পরি🎃বার-পরিজন ও গৃহপালিত পশুপাখি নিয়ে চরম বিপর্যয়ে দিন কাটছে এসব মানুষের। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাইর (অ্যাবকা) উদ্যোগে সিলেটের বানভাসি ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।
শুক্রবার (২৪ জুন) সিলেটের খুশিঘাট ও কানিশাইল এলাকায় এ ꧂ত্রাণসামগ্রী বিতরಌণ করা হয়।
ত্রাণ বিতরণকা♌লে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ও ডেপꦫুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং, শাবিপ্রবির শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন, অ্যাবকার সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহাবুল হক, অ্যাবকার যুগ্ম সম্পাদক মারুফ হাসান, মহাপ্রাচীর ম্যাগাজিনের সহকারী সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অ্যাবকার অন্য সদস্যরা।
এ সময় ইয়ান হুয়ালং বলেন, “বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। চীনের জনগণও এই দুর্যোগে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হয়। আমরা আপনাদের দুর্ভোগ বুঝতে পারি, আপনাদের এই দূরাবস্থা দেখে আমরা খুবই দুঃখপ্রকাশ করছি এবং কষ্ট পাচ্ছি🦋। আপনাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি আপনাদের দেখতে এসেছি। এ দেশকে আমরা ভালবাসি, এ দেশের মানুষকেও আমরা ভালোবꦡাসি। আমরা বন্যা দুর্গত লোকজনের পাশে আছি। এটা আমার দেশের পক্ষ থেকে খুব সামান্য সহযোগিতা।”