ইবিতে আত্মহত্যা ও মাদক প্রতিরোধে ক্যাম্পেইন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: মে ৩১, ২০২২, ০২:৪৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আত্মহত্যা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠ🎃িত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ‘ল অ্যাওয়্যারনেস অ্যান্ড অ্যানলাইটেন্ড’ সোসা🐬ইটি এর🐎 আয়োজন করে।

সংগঠনটির সহসভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রেহেনা পারভীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন এবং ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক🗹 আনিসুর রহমান চৌধুরীসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী  আলোচনা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে ড. রেহেনা পারভীন বলেন, “সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে বিশেষ মেধা ও মননশীলতা দিয়ে সৃষ্টি করেছেন। আমরা যদি সেই মেধা ও মননশীলতাকে ধরে রাখি, তাহলে আমাদের মধ্যে আর কোনো হতাশা কাজ করবে না। জীবনে বেঁচে থাকতে হলে আত্মসম্মানবোধ খু🍎বই প্রয়োজন। আমরা নিজেকে প্রস্তুত করি, নিজেকে ভালোবাসি, যার যতটুকু রয়েছে, তা নিয়েই সন্তুষ্ট থাকি।”