‘মহাকালের আধার ঘুচুক সংস্কৃতির সুতীব্র আলোয়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়🔜ে শুরু হয়েছে নাট্যপার্বণ। যা চলবে আগামী ৩ জুন পর্যন্ত।
সোমবার (৩০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব বিভাগ𒅌ের অধ্যাপক এ কে এম শা🌺হনেওয়াজ।
এসময় জাহাঙ্গীরনগর থিয়েটারের পতাকা উত্তোলন করেন পার🥃্বনের আহ্বায়ক ওমর ফারুক বান্না। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে কেন্দ্রীয় মসজিদের পাশে নাট্যচার্য সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়। পরে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন থিয়েটারকর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাব্বী, অর্থ সম্পাদক অন্তর আলম মহসিন, দপ্তর সম্পাদক মাহফুজ ইসল𓆉াম মেঘ প্রমুখ।
পাঁচ দিনব্যাপী নাট্যপার্বণের দ্বিতীয় দিন (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্༺চে জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনায় মঞ্চায়িত হবে নাটক ‘আজ কমন্ডলে😼র ফাঁসি’।
বুধবার (১ জুন) সন্ধ্যায় পদাতিক নাট্য সংসদের পরিবেশনায় নাটক ‘গহন যাত্রা’ এবং ব🎀ৃহষ্পতিবার একই সময়ে একই স্থানে অনুস্বরের পরিবেশনায় নাটক ‘মূল্য অমূল্য’ মঞ্চস্থ হবে।
এছাড়া শুক্রবার ♔(৩ জুন) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রাক্তন ও বর্তমান নাট্যকর্মীদের পুনর্মিলনীর মাধ্যমে নাট💟্যপার্বণ শেষ হবে। এতে থাকবে গুনীজন সম্মাননা।