ইসলামী বিশ্ববিদ্൲যালয়ের (ইবি) সামাজিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র উদ্যোগে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, সংবাদ উপꦺস্থাপনা ও সাংগঠনিক দক্ষতাবিষয়ক বার্ষিক কর্মশালা শুরু হয়েছে।
রোববার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় টিএসসির ১১৬নং কক্ষে কর্মশালাটি শুরু꧑ হয়।
‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ স্লোগানকে সামনে রেখে কর্মশালাটি ২৯ ও𒊎 ৩০মে দুই দিনব্যাপী চলবে।
উদ্বোধনী দিনে সংগঠনের সভাপতি নুরুল্লাহ মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাঝহারুল ইসলাম লিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন। কর্মশালাটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্🌞ষাবর্ষের শিক্ষার্থী ෴সাইফুন্নাহার লাকী।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেন🥂েটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল (হ্যাপি), ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রশিদুজ্জামান ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনসহ কর্মশালায় অংশগ্রহণকারী প্রমুখ।
উদ্বোধন পরবর্তী সেশনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন ও সাংগঠনিক✅ সম্পাদক খান মাজহারুল হক লিপু। দ্বিতীয় দিনে (৩০ মে) প্রশিক্ষক হিসেবে থাকবেন কণ্ঠশীলনের অধ্যক্ষ🍷 মীর বরকত ও যমুনা টিভির সিনিয়র ব্রডকাস্ট সাংবাদিক আহমেদ রেজা।