ঢাবিতে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ শাবিপ্রবি

শাবি প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২২, ০২:১৬ পিএম

ঢಞাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় রা🎃নার আপ হয়েছে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস)।

রোববার (২২ মে) সকালে বিষয়ট൲ি নিশ্চিত করেন এসইউডিএসের বিতার্কিক মেহরাব সাদাত।

মেহরাব সাদাত বলেন, “গত বৃহস্পতিবার𒀰 ‘বঙ্গবন্ধু আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা’র আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাব। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সমগ্র বাংলাদেশ থেকে ২৪টি দল অংশ নিয়েছিল।”

তিনি আরও বলেন, “এ প্রতিযোগিতায় শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি রানার আপ হয়। প🦩্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেন- জান্নাতুন নাহার তান্নি, মেহরাব সাদাত এবং রাইতাহ বিনতে আহসান।”