ঈদে খোলা থাকবে শাবির হল

শাবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০৭:৫৮ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি💖 বিশ্ববিদ্যালয়ে (শাবি) সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের সুবিধার জন্য ঈদের ছুটিতেও আবাসিক হলগুলো খোলা থাকবে।

সোমবা💃র (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। তিনি বলেন, “পবিত্র শব-ই কদর, মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে আজ (সোমবার) থেকে আগামী ১০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে ও ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান খান জানান, ঈদের ছুটিতে যারা বাড়িতে না গিয়ে হলে থাকবেন তাদের সুবিধার্থে আবাসিক হল🧸 খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছꦦে। এ সময় হলে শিক্ষার্থীদের খাবারসহ অন্যান্য সুযোগ-সুবিধাও চালু থাকবে।