আদিবাসী কোটা পুনর্বহালের দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৫:২৭ পিএম

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা✨ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করে💦ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আদিবাসী শিক্ষার্থীরা।

বৃহ🎶স্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আদিবাসী ছꦅাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, “প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে আদিবাসী কোটা তুলে দেওয়ায় আমরা পিছেয়ে পড়া জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়েছি। আমরা শিক্ষাক্ষেত্রে অনেক পিছ🧸িয়ে আছি। তারপরও যদি আমাদের এই অধিকার কেড়ে নেওয়া হয়, তবে আমাদের আর বাঁচার জায়গা থাকবে না। আমরা মনে করি আদিবাসীদের কোটা এখনো প্রয়োজন। তাই অনতি বিলম্বে সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহালে🔯র দাবি জানাচ্ছি।”

বক্তারা আরও বলেন, “পার্বত্য অঞ্চলে আমাদের পিছিয়ে পড়া জনগ✤োষ্ঠী বলা হয়, আমরা আসলেই সব ক্ষেত্রে পিছিয়ে আছি। তবু দেশের কোথাও কেউ অপরাধ করলে তাকে পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়। যেখানে আমাদের আদর্শ ব্যক্তি দরকার, সেখানে দুর্নীতিবাজ ব্যক্তিরা আসে। তাহলে আমাদের উন্নতি হবে কীভাবে? আমরা এখনো চাকরিক্ষেত্রে অন্যদের সমকক্ষ হতে পারিনি। তাই সব চাকরিতে আমাদের ৫ শতাংশ কোটা বহাল রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।”

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাবি শাখা আদিবাসী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক দিবাসনজিত সরদার🉐, পলাশ পাহান, চিভূতিভূষণ মাহাতো, সুশান্ত কুমার সহীতা, বিজয় ﷺচাকমা, নকুল পাহানসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।