২০২১ সালের জুনিয়র স্কুল🍌 সার্টিফিকেট (জেএসসি) শিক্ষার্থীদের সনদ পেতে অ🏅নলাইনে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।
সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল 🔯ইসলাম স্বাক্ষরিত এক&🔯nbsp;অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে আরও জানানো হয়, ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হি🐼সেবে বিবেচিত হবে। তারা নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন করার সুযোগও পাবে না।
ন✅ির্দিষ্ট সময়🦩ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে সব শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে ওই আদেশে।