ইবিতে পরীক্ষামূলকভাবে ক্যাফেটেরিয়া চালু

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:০৪ পিএম

দীর্ঘ প্রায় ২১ মাস পর ইসলামী বিশ্ববিদ্♎যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়। আগামী ৫ জানুয়ারি উদ্বোধনের পর কে𓄧ন্দ্রীয় ক্যাফেটেরিয়া আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের ꦆনির্ౠদেশ দেন।

এ সময় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম🤡, টিএসসির পরিচালক প্রফেসর ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপাচার্য ꦬবলে🐎ন, “খাবার পরিবেশনকালে নির্দিষ্ট ইউনিফর্ম ও হ্যান্ডগ্লাভস পরিধান করতে হবে। সবসময় খাবার ঢেকে রাখবেন। ক্যাফেটেরিয়াতে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করব। ক্যাফেটেরিয়ার সংশ্লিষ্ট সবাইকে শিক্ষার্থীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবেন।”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ২০২৩ সালের ১২ মার্চ ক্যাফেটেরিয়া বন্ধ করে দেওয়া হয়। একই বছরের ২৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে ক্যাফেটেরিয়া চালু হলেও মাস পেরোনোর আগেই তা আবার বন্ধ হয়ে যায়।