সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮৫০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৮:১১ এএম

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলꦬি♉শ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।

রোববার (১৫ সেপ্টেম্বꦰর) বিজিবি থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ওই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লা কোতয়ালী সদর উপজেলাধীন সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ইলিশ মাছ পাচার হবে। এর পরিপ্রেক্ষিতে হাবিলদার জুয়েলের নেতৃত্বে বিজিবির কটকবাজার চেকপোস্টের টহলদল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে বিজিবি টহলদল বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা ইলিশের আনুমানিক বাজারমূল্য নয় লাখ ৫২🌠 হাজার টাকা।