যে বার্তা দিল গোপালগঞ্জ আওয়ামী লীগ

গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৮:৪৪ পিএম
আওয়ামী লীগের লোগো। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ꦦছিঁড়ে ফেলতে গেলে দুই পক্ষের পাল্টিপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটন𒀰ার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

রোববারಞ (১৫ সেপ্টেম্বর) সংঘ🐽র্ষের ঘটনায় গোপালগঞ্জ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ঘোনাপাড়ার ��ঘটনায় আওয়🌞ামী লীগকে জড়িয়ে বিএনপির মিথ্যাচার করেছে।

বার্তাটি হুবহু তুলে দেওয়া হলো 
গতকাল (শনিবার) বিএনপির কিছু লোকেরা ঘোনাপাড়ায় ব্যানার বঙ্গবন্ধ🎀ুর ছবি ছিঁড়ে ফেলতে গেলে জনতার কথা কাটাকাটি হয় এবং ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

[98394]

আওয়ামী লীগ এই ঘটনার সঙ্গে কথা বলা উদ্দেღশ্যমূলক চক্রান্ত। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কোনো অবস্থায় জড়িত নয়। আমরা অতীতে যেমন শান্তিপূর্ণ আন্দোলন করেছি ভবিষ্যতে🔯ও একইভাবে সকল কর্মসূচি পালন করব।