বিছানায় স্ত্রী ও সন্তানের লাশ, স্বামী ঝুলছিলেন আড়ায়

সাভার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৮:২৫ এএম

সাভারের আশুলিয়ায় বিছানায় স্ত্রী ও সন্তানের নিথর𒀰 দেহ এবং ঘরের আড়ার থেকে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) রাতে আশুলিয়ার ভাদাই♑ল পাবনার টেক এলাকার  ফজর আলীর মালিকাধীন বাড়িতে থেকে দম্পতিসহ শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন দম্পতি ছবুর মিয়া ও রোজিনা আক্তার, এবং তাদের নয় বছরের কন্যা সন💫্তান সুমাইয়া।

ছবুর পেশায় রিকশাচালক এবং রোজ🌺িনা স্থানীয় একটি পোশাক কাখানায় চাকরি করতেন। তবে তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি থানার চরগ্রোব গ্রামে।

ছবুরের ভাই🦄 শহীদ আলী জানান, কিছু দিন আগে বড় ভাই ছবুর মিয়া একটি নতুন রিকশা কিনে। এরপরেꦬ বুধবার (৩ নভেম্বর ) ওই রিকশাটি চুরি হয়ে যায়। পরিবারে কলহের বিষয়টি মাথায় রেখে স্ত্রী কাছে গোপন করে রিকশা চুরির ঘটনা।

তবে ওই  রিকশা চুরির ঘটনাকে কে🐷ন্দ্র করেই হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেন শহীদ আলী।

শহীদ আলী আরও জানান, বৃহস্পত🐭িবার থেকেই ছবুরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল তার। পরে খোঁজ নিতে আসলꦛে ঘরের ফাঁকা দিয়ে সবুরের লাশ ঝুলতে দেখতে পায় বলে জানান তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ও সন্তাকে শ্বাসরোধে করে হত্যা এবং স্বামী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ও🍌ই কর্মকর্তা।