চাঁদপুরে জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৪:০৬ পিএম
নোঙর করা জাহাজা। ছবি : সংগৃহীত

চাঁদপুরের মেঘনায় জাহাজไ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে বলে জানা গেছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

সোমবার 🧜(২৩ ডিসেম্বর) বেলা ১টার পর মরদেহের꧒ খবর পাওয়া যায়।

জানা গেছে, জাহাজটির নাম এমভি আ𝄹ল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল।

তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ꦍকোস্টগ♐ার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস।

নিহতের সংখ্য🦩া আরও বাড়তে পারে ব💯লে আশঙ্কা প্রকাশ করেছেন চাঁদপুরের নৌ-পিলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

[107432]

ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার♛্ড ও পুলিশের সদস্যরা। প্রাথমিকভাবে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।