আগস্টে স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে নিহতের ১৪০ দিন পর ময়নাতদন্তের জন্য পাবনার সাঁথিয়ার জুলকার নাইনের🐟 (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উত্তোলন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলাধীন জোরগ💙াছা স্বরূপ পারিবার💝িক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা ༺নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, “গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের মরদেহ উত্তোলন করে পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।”
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নন্দনপুরের 🐬স্বরূপ গ্রামের আব্দুল হাই আলহাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজের ১০ শ্রেণির ছাত্র ছিলেন। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে ♏আনন্দ মিছিল বের করা হয়। বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলাবাহিনী। সেই গুলিতে নিহত হোন জুলকার নাইন।
[107443]
ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। পরের দিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই সাঁথিয়ার স্বরূপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবর✱স্থানে তাকে দাফন করা হয়।