ফের হাসপাতালে হেফাজতের আমির 

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৯:০৭ পিএম
ফাইল ছবি

অসুস্থ হয়ে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী♔। 

শনিবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁক🌠ে ভর্তি💦 করা হয়।

হেফඣাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস বলেন, “গত মাসের শেষের দিকে জ্বর নিয়ে আমির হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হওয়ার পর তাকে বাসায় আনা হয়। শরীর দুর্বল হওয়ায় আজ এক বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হয়। তার পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।” 

আগামীকাল চিকিৎসকেরা আমিরের চিকিৎসার বিষয়ে বৈঠকে বসবেন বলে জানান তি♈নি।

চলতি൩ বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা যান। জানাজার আগে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করেন হেফাজত মহাসচিব নুরুল ইসলাম। পরে সাংগঠনিক💎ভাবে মুহিব্বুল্লাহ বাবুনগরী আমির নির্বাচিত হন। 

এর আগে তিনি সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন।