অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত তিন যাত্রী

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০৬:০৭ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচ🅺ালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক꧑ের হারুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরগঞܫ্জ থানার উপ꧒পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতেরা হলেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুস কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম তালুকদার (৩৫), জাটিয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (১৮), বড়হিত ইউনিয়নের নোয়াপাღড়া এলাকার আবুল খায়েরের স্ত্রী জাহানারা বেগম (৩৮)।

আꦬহত ব্যক্তি হলেন জাটিয়া ইউনিয়নের কাহেদগ্রাম ꦓএলাকার আব্দুল হেকিমের ছেলে এমদাদুল হক (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ব্যাটারিচালিত ജঅটোরিকশাটি মাইজবাগ থেকে ছেড়ে আসে। এ সময় হারুয়া বাজার পর্যন্ত আসা ম🗹াত্র কিশোরগঞ্জগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

এসআই আমিনুল ইসলাম বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা 🧜প্রক্রিয়াধ🌸ীন।