দংশনের পর রাসেলস ভাইপার নিয়েই হাসপাতালে কৃষক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৬:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্🥃ষেতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামের এক কৃষককে কামড় দেয় ‘রাসেলস ভাইপার’ সাপ। কামড় খাওয়ার পর সাপটিকে জীবিত অবস্থায় ধরে বস্তায় ভরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ওই কৃষক।

সো𓆏মবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিౠয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে।

মিলন পাঁকা ইউনিয়নের বোগলাগুড়ি গ্রামের মো. তফজুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম𓄧প্লেক্সে চিকিৎসাধীন।

কৃষক মিলন আলী বলেন, “স🐬কাল থেকে পদ্মার চরে চিনা কাটছিলাম। কাজ প্রায় শেষ। এ সময় একটি সাপ আমাকে কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পান। পরে সাপটিকে জীবিত উদ্ধার করে হাসপা♛তালে নিয়ে আসি।”

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি 🧸বিভাগের মেডিকেল অফিসার সেলিম রেজা বলেন, “মিলন আলীর অবস্থা 𓃲বর্তমানে ভালো। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আর তাকে সময় নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।”