সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৫:১২ পিএম

নওগাঁর নিয়ামতপুরে ভুটভটি নিয়ন꧟্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া𓄧 আহত হয়েছেন সাতজন। ;

সোমবার (৮ জুলাই) বেলা ১টার দিকে নিয়ামতপুর-টিএলবি🦹 রোডে শাংশৈল নামক স্থানে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায🙈়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে ꦛউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

নিহতরা হলেন নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের তর🧔িকুল ইসলামের ছেলে শামীম (৩৮) ও একই ইউনিয়নের😼 দামপুরা গ্রামের মনছের আলীর ছেলে শরিফুল ইসলাম (৫২)। 

আর আহতরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপু💫রা রাজবংশীপাড়ার আজিজুর রহমানের ছেলে তারেক (২৩), তার ভাই সিজান (১৮), বেলাল হাজির ছেলে মতিউর রহমান, জমশেদ আলীর ছেলে এনামুল হক, ফজলুল হকের ছেলে মোস্তফা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুর ইউনিয়নের দামপুরা থেকে ছাতড়া গরুর হাটে গরু কেনার উদ্দেশ্যে যাওয়ার পথে একটি স্টিয়ারিং (ভুটভুটি) নিয়ামতপুর-টিএলবি রোডে শাংশৈল হাটের কয়েকশ গজ উত্তরে একটি কালভার্টের কাছে নিয়ন্ত্রণ 𝄹হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়ཧ। এতে ঘটনাস্থলে শরিফুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শামীম নামে আরেকজন মারা যান ।

গুরুতর আহত অবস্থ🧸ায় সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষেဣ উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ বলেন, আহতদের উন্নত চিকিৎস🌌ার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।