ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৬:৩০ পিএম

নাটোরের লালপুরে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ন�♛�িহত শিশুর বাবা।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপꦗজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের জামতলা তিনখুটি এলাকায় এ ༺দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপ⛎জেলার উধনপাড়া গ্রামের মাহাবুব আলমের স্ত্রী রুবিꦉনা খাতুন ও তাদের ৩ বছর বয়সী কন্যা রোকেয়া সুলতানা।

স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, ডাক্তার দেখাতে আজ সকালে মাহাবুব আলম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্♋য কমপ্লেক্সে যান। সেখান থেকে একটি অটোরিকশায় চড়ে দুপুরে লালপুরে ফিরছিলেন তারা। পথে একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা থেকে তিনজনই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। আহত হন মাহাবুব আলম।

ওসি নাসিম আহমেদ আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটౠনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে এবং মাইক্রোবাসটি জব্দ করে। তবে মাইকꦏ্রোবাসের চালক পালিয়ে যান।