মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় রো রো ফেরি 🌳আমানত শাহর উদ꧒্ধার অভিযানের তৃতীয় দিনের প্রথমে একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯🧔 অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ট্রা𒁃কটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ অভ্যন্তর🥃ীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের পরিচালক মো. শাজাহান জানান, সকাল ৮টা থেকে এ𓄧 উদ্ধার অভিযান শুরু হয়। তৃতীয় দিনের অভিযানে প্রথমেই একটি ট্রাক উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৮♉ অক্টোবর) দ্বিতীয় দিনের অভিযানে উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে ৫টি যানবাহন উদ্ধার করা হয়। বুধবার (২৭ অক্টোবর) প্রথম দিনের অভিযানে একটি মোটরসাইকেল এবং&𝓀nbsp;৪টি ট্রাক উদ্ধার করা হয়।
এই নিয়ে ডুবে যাওয়া ১৪ যানবাহনের মধ্যে মোট ৯টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আরও&🐲nbsp;৫টি যানবাহন উদ্ধার বাকি রয়েছে বলে জানান পরিচালক মো. শাজা🔯হান।
এদিকে দুপুর ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত, ২৬০ টন উদ্ধার করার সক্ষমতার জাহাজ 'প্রত্যয়' ঘাট এলাকায় পৌঁছায়নি।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ⛄৯টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে শাহ আমানত নামের একটি রো রো ফেরি এক পাশ কা♉ত হয়ে ডুবে গেছে। ধারণা করা হচ্ছে, কিছু গাড়ি নেমে যাওয়ায় এক পাশে বেশি ভারী হয়ে ফেরিটি কাত হয়ে গেছে।