২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি টাকা টোল আদায়

মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ১৬, ২০২৪, ০৪:৩১ পিএম

দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তাই পরি🐼বারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি কর🅷তে গ্রামের বাড়িতে ছুটেছেন লাখ লাখ মানুষ।

ঈদুল আজহার আগের দিন রোববার (১৬ জুন) সকালে পদ্মা সে𓃲তুর টোল প্লাজা ঘিরে ছিল লম্বা লাইন; এদিন মো🙈টরসাইকেলের চাপও ছিল তুলনামূলক বেশি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল) রাজন চন্দ্র বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার যান পারাপারে ৪ কোটি ২৮ লাখ টাকা টোল আদায় হয়েছে।ღ ঈদযাত্রার পর ফিরতি যাত্রা নি𝕴র্বিঘ্ন করতেও সেতু কর্তৃপক্ষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি।

সেতু কর্তৃপক্ষ জানায়, ভোরের দিকে বেশি চাপের কারণে মোটারসাইকেলের জন্য নির্দিষ্ট বুথের সঙ্গে আরও একটি বুথ বাড়ানো হয়। বা꧃কি ছয়🦂টি বুথ দিয়ে ট্রাকসহ অন্যান্য যান সেতুতে প্রবেশ করে। সেতুতে কখনো যানবাহনের লাইন লম্বা হচ্ছে; আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়🍌দ রজ্জব আরী বলেন, সকালে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকলেও এখন কমেছে। এই 𝓰পথে নিরাপদেই বাড়ি ফিরছেন মানুষ।

এ ছাড়া যাত্রীদের নিরাপত্ꦑতা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে 🌞নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।