মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে শাহ আমানত নামের একটি ‘রো রো ফেরি’ ডুবির ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাꦍল সাড়ে নয়টায় দিকে ঘটনা🍰টি ঘটলেও দুপুর পর্যন্ত কেউ স্বজন নিখোঁজের দাবি করেননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা।
বুধবার (২৭ অক্টোবর) সকালে ৫ নম্বর পন্টুনে ফেরিটি ডুবে যাওয়ার পর উদ্ধারকাজ তদারিক করতে আসেন উপপরিচালক দিনমনি শর্মা। এ সময় তিনি উপস্থিত সাং🐲বাদিকদের বলেন, “এ দুর্ঘটনায় কেউ ডুবে গেছেন কি না, সেটি আমাদের ডুবরি দল সন্ধান করে দেখছে। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে তাদের স্বজন নিখোঁজের দাবি করেননি।”
দিনমনি শর্মা জানান, দুর্ঘটনღার শিকার ফেরিটিতে ১৪টি কাভার্ড ভ্যান, তিনটি খোলা ট্রাক এবং ৭-৮টি মোটরসাইকেল ছিল। সেগুলো উদ্ধারে ইতোমধ্যে জাহাজ হামজা ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং একটি ট্রাক উদ্ধার করেছে। এছাড়া ফায়ার সার্ভিসের ডুবরি দল একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
ঢাকা থেকে ফায়ার সার্ভিসের চৌকস ডুবরি দল আসছে বলে জানাᩚᩚᩚᩚᩚᩚᩚ🐻ᩚᩚ𒀱ᩚᩚᩚন এই উপপরিচালক।
ফেরিটি কীভাবে ডুবে গেল, এমন প্রশ্নের জবাবে দিনমনি শর্মা বলেন, “প্রাথমিক ধারণা করা হচ্ছে, ফেরির পেছনের অংশের ব্যালেন্স ট্যাংকে কোনো ছিদ্র থাকতে পারে। অথবা🌟 ফেরির বাঁ পাশে যানবানের ও🏅জন বেশি হয়ে যাওয়ায় ভারসাম্য হারিয়ে ফেরিটি নদীতে কাত হয়ে পড়ে যায়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন উঠিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নোঙর করে রো রো ফেরি শাহ আমানত। তিন-চারট♒া গাড়ি নামার♊ পর ফেরিটি এক পাশে হেলে কিছু অংশ ডুবে যায়।
ঘটনাস্থল থেকে আরিচা ফায়ার স্টেশনের পরিদর্শক মজিবুর রহমান বলেন, “এখন পর্যন্ত পানির নিচ থেক🃏ে পাঁচটি কাভার্ড ভ্য🥀ান ও একটি মোটরসাইকেল পাওয়া গেছে। সেগুলো উদ্ধার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কিছু গাড়ি নেমে যাওয়ায় একপাশে বেশি ভারী হয়ে ফেরিটি উল্টে গেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত করা হবে। এখন ডুবে যাওয়া গাড়ি ও লোকজনকে উদ্ধারে চেষ্টা চলছে।”
এদ♛িকে বিআইডব্লিউটিসি জানায়, এই ফেরি উদ্ধার এবং কখন ফেরিঘাট সচল হবে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। ৫ নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় উভয় পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে সকাল ৯টার দিকে ১৭টি ট্রাক নিয়ে রো রো ফেরি আমানত শাহ মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ ♒নম্বর ঘাটে হেলে ডুবে যায়।
ফেরিটিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছিল বলে জানিয়েছেন বিআইড🎶ব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান। ওই কর্মকর্তা বলেন, সকালে দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে রওনা দেয় রো রো আমানত শাহ। পরে তা পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাটে নোঙর ক🐎রে। ঘাটে পৌঁছার পর ফেরি থেকে দুই-থেকে তিনটি যানবাহন নামে। এর পরপরই ফেরিটি অংশিক ডুবে যায়।