৮টি আফ্রিকান ওপনেবিল পাখি জব্দ

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০৩:৫৮ পিএম
অভিযান চালিয়ে আফ্রিকান ওপেনবিল জাতের পাখি জব্দ করা হয়। ছবি : সংগৃহীত

মেহেরপুরের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আফ্রিকান ওপেনবিল জাতের ৮টি পাখ🦩ি জব্দ করেছে র‍্যাব–১২। এ সময় পাখি বহনকারী গাড়িটিও জব্দ করা হয়েছে।

রোববার (২ জুন) সন্ধ্যায় মেহেরপুর–কুষ্টিয়া সড়েকর চোখতোলা নামক স্থান থেকে অভিযান চালি🔯য়ে এসব পাখি জব্দ করা হয়।&nbs🉐p;

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাখি বহনকারী গাড়ির চালক আশরাফ আলীর কাছ থেকে ১০ হাজার টাকা♊ জরিমানা আদায় করা হয়।

বিষয়টি ⛦নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।

ইউএনও বলেন, মেহেরপুরের গাংনী র‌্যাব ক্যাম্পের এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল চোখতোলা নামক স্থানে অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে আফ্রিকান ওপেনবিল জাতের ৮টি পাখি জব্দ করা হয়। পাখির বৈধ কাগজপত্র না থাকায় 🦄সেগুলো বহনের দায়ে গাড়ির চালককে ১০ হাজার টাকা জমিরানা করা হয়েছে। পাখিগুলোকে জেলা বন বিভাগের মাধ্যমে গাজিপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।