সরবরাহ কমে বেড়েছে মাছের দাম

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: জুন ১, ২০২৪, ০১:৫২ পিএম

বাগেরহাটের হাটবাজারগুলোতে স﷽রবরাহ কমে যাওয়ার অযুহাতে বেড়েছে সব ধরনের মাছের দাম। দা༒ম নাগালের বাইরে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

শনিবার (১ জুন) সকালে বাগেরহাটের মাছ বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ ধরে সব ধরনের মাছের দাম কেজিতে বে꧅ড়েছে দেড়শ থেকে দুইশ টাকা। বাজার নিয়ন্ত্রণ না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। য♈দিও বিক্রেতাদের দাবি, বাজারে মাছে সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে দাম।

মোরেলগঞ্জ মৎস্য বাজারে আসা ক্রেতা অহিদ বলেন, ঘূর্ণিঝড় রেমা💝ল পরবর্তী দু’দিন অর্থাৎ যে দুদিন বিদ্যু﷽ৎ বিচ্ছিন্ন ছিল তখন যে মাছ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই মাছ আজ ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরে🃏ক ক্রেতা ভ্যানচালক আলমগীর হোসেন বলেন, মাছ কিনতে এসে দেখছি, 🌳মাছের দাম অনেক বেশি। বাজারে পর্যাপ্ত মাছের আমদানি রয়েছে। অথচ বিক্রেতারা দাম কমাচ্ছে না। ৪০০-৫০০ টাকা টাকি মাছের কেজি। পরে ডিম কিনে নিয়ে যাচ্ছি। এই হলো পরিস্থিতি।

মাছ বিক্রেতা ম☂োহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আড়তে মাছের সংকট। তাই মাছবাজারে দাম বেড়েছে। আমরা কম 🃏দাম কিনে আনতে পারলে, কম দামে বিক্রি করতে পারব।”

আরেক বিক্রেতা স্বপন বলেন, “দেশি মাছের চাহিদা বেশি, সেজন্য দামও বেশি। আর চাষের মাছের দাম কম। আম🤡রা কিনে এনে বিক্রি করি, আড়তে দাম কমালে আমরাও অল্পলাভে বিক্রি করতে পারি।”

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল জানান, ঘূর্ণিঝড় রেমালের কারণে জেলায় ৩৫ হাজার মৎস্য ঘের প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে পেশাদার ও মৌসুমী জেলেরা🦂 মাছ ধরে বাজারে বিক্রি করায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কারণে মাছ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় মাছের দাম কম ছিল।