বেনাপোল সীমান্তের বারোপুতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের বা𒈔ড়ি থেকে বিলুপ্ত প্রজাতির রাসেল ভাইপার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৫ অক্টোবর)🐻 বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন বারোপুতা গ্রাম থেকে সাপট♒ি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নুর ইসলাম সর্দারের ছেলে ইনামুল সর্দার ২২ অক্টোবর শুক্রবার গাতিপাড়া সীমান্তের ১৩ ঘর নামক স্থানের পাশে গাছ কাটতে যায়। সেখানে রাসেল ভাইপার প্রজাতির সাপটিকে দেখে অজগর সাপ মনে করেন। সাপটি&nb✅sp;পোষার জন্য বাড়িতে নিয়ে আসেন। পরে স্থানীয়রা ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের খবর দেন।সোমবার বি🌞কেলে সাপটি উদ্ধার করে নিয়ে যান বিজিবির সদস্যরা।
সাপটি উদ্ধারকারী নুর-ইসলাম সরদার বলেন, “তিন দিন সাপটিকে অন♏েক যত্নে ইঁদুর ও ব্য🐠াঙ খাওয়ায়ে বাঁচায়ে রাখছি। অনেকে টাকার লোভ দেখিয়ে কিনতে চাইছে। কাউকে দিইনি।”
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু জানান, গোপন 𒈔খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়। এটি রাসেল ভাইপার প্রজাতির সাপ এবং বিষধরও। খুব দ্রুত সাপটি বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে।