বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণ, ২ বাংলাদেশি আহত

বান্দরবান প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৪, ০৮:৪৭ এএম

বান্দরবা🌱নের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব🐓্রু সীমান্তে মাইন বিষ্ফোরণে দুই বাংলাদেশি আহত হয়েছেন। 

শুক্রবার (২৪ মে) রাত সাড়ে আটটার দিকে তুমব্রু♔ পশ্চিম কুল কোনার পাড়া এলাকায় এ 🤡ঘটনা ঘটে।

আহতরা হলেন নবী হোসেন ও আবু তাহের।

স্থানীয়রা জানান, রাত আটটার দিকে কোনার পাড়া এলাকা থেকে বিকট দুইটি শব্দ শুনতে পাওয়া যায়। এরপর স্থানীয়রা সেখানে গেলে নবী হোসেন ও আব🍸ু তাহেরকে গুরুতর আহত অবস্থায় সীꦚমান্ত কাটাতারের কাছে পড়ে থাকতে দেখে।

সেখান থেকে দুজনক🐎ে উদ্ধার করে উখিয়ায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে𝓰 জানান স্থানীয় জনপ্রতিনিধরা।

তবে কেন আহতরা সীমান্তের কাছাকাছি গেছেন, 💞সে বিষয়ে এখনো সুনিশ্চিত বলা যাচ্ছে না।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন আহဣত হয়েছে। তাদের চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আ🦄গে চলতি মাসের প্র🌃থমদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।