গাইবান্ধার সাঘাটা উপজেলা꧒য় নিজ বাড়িতে গাঁজার গাছসহ আব্দুস সাত্তার ওরফে বাটু মেম্বার (৬৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত𓄧 করেন সাঘাটার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
ওসি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর♓ সাথালিয়া গ্রাম থেকে আব্দুস সাত্🍬তার গ্রেপ্তার করা হয়। তিনি সাথালিয়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। আব্দুস সাত্তার সাঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য।
মতিউর রহমান আরো জানান, এ ঘটনাဣয় আব্দুস সাত্তারের বিরুদ্ধে একটি𝓡 মাদক মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হবে।