পাবনার ঈশ্বরদীতে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লুৎফর রহমান ওরফে মুক্তার (৬৮) নামের এক বৃদ্ধ।&n𝕴bsp;
সোমবার (২৫ অক্টোবর) ভোরে পাকশী-পাবনা সড়কের চররুপপুর জিগাতলা মোড়✃ে এ ঘটনা ঘটে।&nb꧂sp;
লুৎফর রহমান উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া﷽ গ্রামের বাসিন্দা। রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন তিনি। লুৎফর রহমান ঈশ্বরদী রেলওয়ের ওয়েম্যান হিসেবে দীর্ঘদিন চাকরি শেষে অবসর গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, লুৎফর নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য চররুপপু൲র জিগাতলা জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কে কোনো যানবাহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, ওই বৃদ্ধ প্রতিদিনই ভোরে বাড়ি থেকে একাকী বের হয়ে মসজিদে জামাতে নামাজ পড়তে যেতেন। একা থাকার কারণেই দুর্ঘটনার কারণ জানা কারও পক൲্ষে সম্ভব হয়নি।
এলাকাবাসী ⛦বলেছেন, বয়োবৃদ্ধ ব্যক্তিকে এভাবে একা ছেড়ে দেওয়া আত্মীয়স্বজনদের ঠিক হয়নি। তিনি চোখেও কম দেখেন বলে জানা গেছে।&nbs💎p;