যে কারণে ১টি ডিম বিক্রি হলো ১৯ হাজারে

মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪, ১১:২৭ এএম
প্রতীকী ছবি

মৌলভﷺীবাজারের শ্রীমঙ্গলে একটি ডিম বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়। তবে বাজার থেকে নয়, মসজিদে দানকৃত ওই ডিমটি নিলামে বিক্রি হয়। শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পবিত্র শবে কদরের রাতে মির্জাপুর জামে মসজিদে একজন একটি ডিম দান করেন। রোববার উন্মুক্ত নিলাম হয় ডিমটির। এ সময় মুসল্লিরা ডাকে অংশ নেন। শুরুতেই ৫০০ টাকা দাম ওঠে ডিমটির। এরপর একে একে বাড়তে থাকে দাম। সবশেষ ১৯ হাজার টাকা দাম বলেন সালেহ আহম্মেꦕদ নামের♔ একজন মুসল্লি। এই দামেই ডিমটি তার কাছে বিক্রি করে মসজিদ কমিটি।

নিলামে ডিম কেনা সালেহ আহমদ বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি পেতে ডিমটি এত দামে কিনেছি। মসজিদের জিনিস বেশ♈ি দꦿামে কিনলে আমার ওই টাকা আখিরাতে কাজে দেবে।”

শ্রীমঙ্গল জামে মসজিদে নিলামে একটি আতাফল ১৫০০♔ টাকায় বিক্রি হয়। শহরের স্থানীয় এক ব্যবসায়ী ওই আতাফলটি ১ হাজার ৫০০ টাকায় কিনে নেন।