ট্রলিচাপায় স্কুল ছাত্র নিহত 

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৭:৫৮ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকায় ট্রলির নিচে চা🍒পা পড়ে রিমন শেখ ওরফে ফুরকান (১🌜৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। 

বুধবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চর কাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ 😼সড়ক দুর্ঘটনা 𝐆ঘটে।

নিহত রিমন উপজেলার পানাইল মধ্যপাড়া এলাকার রুকু শেখের ছেলে। সে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
💮 ♓আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন

এসআই আবু শহিদ বলেন, &🔯ldquo;আজ (বুধবার) সকাল ১০ টার দিকে উপজেলার চর কাতলাসুরে এ দুর্ঘটনা ঘটে।” 

এলাকাবাসী জানায়, রিমন পড়ালেখার পাশাপাশি ভাড়ায় ট্রলি চালিয়ে পরিবারের খরচ চালাতো। এদিকে ট্রলির যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গিয়ে হঠাৎ💮 বগির নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তা🔯র লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ🎃্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন,“ট্রলি গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদে♑হটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”