খুলনার মাদক সম্রাটখ্যাত🙈 মো. শাহাজাহান হাওলাদারকে (৫৪) আবারো বিদেশি মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) বিকালে সোয়া এক লাখ টাকা মূল্যের বিদ𒈔েশি 🤡মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাꦫর শাহাজাহান হাওলাদার সাচিবুনিয়ার মদিনাবাদ ওয়াপদা রোডের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় দুই ডজনের বেশি মাদক মামলা রয়েছে।
খুলনাꦇ মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-র সূত্রে জানা গেছে, সাচিবুনিয়া এলাকার আমেরিকান বাড়ির বিপরীত পাশে শাহাজাহান হাওলাদারের দ্বিতল ভবনের দক্ষিণ ইউনিটের পশ্চিম পাশের রুম থেকে মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে ৬৪ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি হুইস্কি, ২৮ হাজার টাকা মূল্যের ৪🧸 বোতল ভোদকা, ১৮ হাজার টাকা মূল্যের 🌸৩ বোতল জিন এবং ১০ হাজার টাকা মূল্যের বেলজিয়াম বিয়ার ১০ ক্যান।
এ ঘটনায় মামলা 🎃হয়েছে বলে জানিয়েছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত ক♐র্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার।