মোংলা বন্দরে আবারও জাহাজডুবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০১:০৬ পিএম

২৮ ঘণ্টার ব্যবধানে মোংলা বন্দরে আবারও জাহাজডুবির ঘটনা ঘটেছে। পাথর নিয়ে মোংলা বন্দরের দুবলারচরে ডুবে গেছে ‘এমভি বিউটি লোহাগড়꧙া-২’ নামে লাইটার জাহাজটি।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার (৯ অক্টোবর) ভোররাতে তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এ সময় জাহাজ꧒ে থাকা ১০ নাবিককℱে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে পশুর নদে সার নিয়ে ‘🎉এমভি দেশবন্ধু’ নামে লাইটার জাহাজ ডুবে য🎃াওয়ার ঘটনা ঘটে। ওই জাহাজে উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ। 

মোংলা বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, মোংলা বন্দরেরর বাইরে ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল এমভি বিউটি লোহাগড়া-২ লাইটার জাহাজ। ভোররাতে দুবলারচর এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। জাহাজে থাকা ১০ ಞনাবিককে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা।