ইলিশ রক্ষায় ফরিদপুরের চরভদ♉্রাসনের পদ্মা নদীতে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।
শুক্রব🐼ার (৮ অক্টোবর) বিকালে এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করౠা হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ হাজা🍸র মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জানা যায়, আজ সকাল ৮টায় উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার গোপালপুর ঘাট হইতে স্পিডবোট ও ট্রলারযোগে নমুর ছ্যাম সালেপুর, সালিপুরের শেষ সীমানা উজানের শেষ সীমানা পর্যন্ত অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন পয়েন্টে ইলিশ নিধন কা🃏রেন্ট জাল ন꧂ৌকাতে পাওয়া যায়।
অভিযানের উপস্থিতি টের পেয়ে সকল জেলে জাল ছেড়ে পালিয়ে যান। এসময় পরিত্যক্ত নিষিদ্ধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও এ অভিযান পরিচালনাকালে ৫২ হাত লম্বা আকৃতির🏅 ২০০টি চায়না দুয🍃়ারী জব্দ করা হয়।
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম মাহমুদুল হাসান বলেন, মা ইলিশ ও দেশি প্রজাতির মাছে অবাধ বিচরণে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।