‘সৈয়দপুরের মানুষ ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে কক্সবাজার যাবেন’

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৪:৪০ পিএম

রেলমন্ত্রী নূরুল ইসলাম বলে💙ন, “আগামী বছর শীতে সৈয়দপুর-কক্সবাজার পথে সরাসরি ট্রেন চলবে। সৈয়দপুরের ম✤ানুষ ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে কক্সবাজার যেতে পারবেন।”

বৃহস🀅্পত♔িবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর টার্মিনালে সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটꦗন প্রতিমন্ত্রী 🥀মাহবুব আলী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নূরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরকে আকাশপথে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুল𝓡তে আগ্রহী। সে অনুযায়ী কাজ শুরু হয়েছে। সৈয়দপুর থেকে নেপাল, ভুটান ও ভারতের আকাশপথ অবারিত হবে।

সৈয়দপুর হচ্ছে উত্তরাঞ্চলের বাণিজ্যিক প্রাণকেন্দ্র, একে ঘিরে পর্য🍒টন ও বাণিজ্য সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার বলে তিনি উল্লেখ করেন।

রেলের উন্নয়নের বিষয়ে রেলমন্ত্রী বলেন, স্বাধীনতার পর সড়কপথ ব্যাপক সম্প্রসারিত হয়েছে। অথচ সম্ভাবনার খাত রেল সংকুচিত🦩 হয়েছে। এর বিস্তারে অনেকগুলো মেগা প্রকল্প হাতে নিয়েছে। আগামী বছরের শীতে দোহাজারি-চಌট্টগ্রাম রেলপথের কাজ শেষ হবে।

কেবল বিমানেই নয়, সৈয়দপুরের মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে ট্রেনে চেপে কক্সবাজার যাব꧑েন বলে তিনি জানান।