প্রেমের টানে আসা কিশোরীকে ভারতে ফেরত

বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৯:১৬ পিএম

প্রেম📖ের টানে আট মাস আগে সীমান্ত পথে বাংলাদেশে আসা কিশোরী শাহানা ইয়াসমিন মিনকে উদ্ধারের পর ভ𒉰ারতে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতের পেট্রাপোলে তার পরিবারের কাছে হস্তান্তর করেন পোর্ট থানা পুলিশꦍ।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবি, ইমিগ্রেশন পুলিশ, সীমান𒊎্তরক্ষী বিএসএফ ও মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তারা। এর আগে কিশোরীকে উদ্ধার করে পুল꧟িশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

উদ্ধার 𓃲কিশোরী ভারতের মালদাহ জেলার চাতলা উপজেলার হাজাতপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

মানবাধিকার সংস্থ জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়ার অফিসার মুহিত হোসেন জানান, কক্সবাজারের উখিয়ার আনসারী কামাল নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের জন্য সীমান্ত পথে পালিয়ে বাংলাদেশে আসে ওই কিশোরী। মেয়েকে উদ্ধারের জন্য তার বাবা ঢাকায় নিযুক্ত ভার🌳তীয় হাইকমিশনারের কাছে আবেদন করেন। পরে বিষয়টি আমলে নেয় সিআইডি। পরে কিশোরীকে প্রেমিকের𝓰 বাড়ি থেকে উদ্ধার করে কক্সবাজারের ‘লাইট হাউজ’ নামে একটি এনজিও সংস্থ্যার শেল্টার হোমে রাখে। সেখান থেকে আইনি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে বেনাপোল সীমান্তে কিশোরীর মামার হাতে তাকে হস্তান্তর করা হয়।