বজ্রপাতে ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৫:৪৭ পিএম

কিশোরগঞ্জে বজ্রপাতে মৎস্য খামারের ২ কর্মচা🐟রী 🍸মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নে🍌র জিকরজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কটিয়াদি উপজেলার সতেরধোন গ্রামে𒊎র মুক্তার উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৪) এবং সদর উপজেলার মাথিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে আবু কালাম (৪০)।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, কর্ষাকড়িয়াইল কোদালাটিয়া এলাকার একটি মৎস্য খামারে কাজ করছিলেন তিন কর্মচারী। সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে জুয়েল মিয়া, আবুল কালাম ও রতন মিয়া গুরুতর আহত হন। পরে তাদের উꦫদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কল♊েজ হাসপাতালে নিয়ে গেলে জুয়েল মিয়া ও আবু কালামকে মৃত ঘোষণা করেন।

আবু বকর সিদ্দিক আরও বলেন, “লাশ স্বজনদের কাছে 🐓হস্তান্ত🧜র করা হয়েছে। আহত রতনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”