ফরি👍দপুরের সালথায় তাওহীদ সর্দার (৫) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্য♛ু হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে বাড়ির পাশের পু🅰কুরের পানিতে ডুবে মুত্যুর এ ঘটনা ঘটে।
তাওহী❀দ উপজেলার উত্তর মদনদিয়া গ্রামের মঞ্জুর সর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাওহীদ সকাল ৯টার দিকে তার বড়ভাইদের সঙ্গে গোসল করতে পুকুরে নামে। কিছুক্ষণ গোসল ক🥂রার পর তাওহীদ ছাড়া সবাই পুকুর থেকে উঠে আসে। প্রায় ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পর তাওহীদকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইফতেখার আজাদ জানান,💞 শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।