বরগুনার পাথরঘাটায় বিস্কুটের কার্টুনের ভেতর থেকে ফুটফুটে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ෴।
বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়🎀। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
জানা যায়, জেলার পাথরঘাটা পৌরসভার বিএফডিসি মৎস্য অবতর🎶ণ কেন্দ্র সংলগ্ন র♕াস্তার পাশে দেয়ালের ওপর একটি বিস্কুটের কার্টুন দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে বিষয়টি পাথরঘাটা থানায় জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টুনটি উদ্ধার করে। কার্টুনটি খোলার পর ভেতরে এক নবজাতককে দেখতে পান তারা। ওই নবজাতকের মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এস📖আই) আবদুল হালিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকꦛে শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরক🐈ারꦯ জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
প্রাথমিকভাবে শিশুটিকে পুলিশ হেফ﷽াজতে হাসপাতালের শিশু কেয়ারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।