দেবীগঞ্জে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৯:৫২ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু 🌠বকর সিদ্দিক আবু।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত বেসরকারী ফলাফলে ২ হাজার ৯৮১ ভোট পেয়ে বিজয় লাভ করেন রেল ইঞ্জিন প্রতীকে ভোট করা আবু। তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে নৌকা প্রতীকে ২ হাজার ২৪৭ ভোট 🌳পেয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী গিয়াস উদ্দীন চৌধুরী।

নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা ꧃করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা প্রত্যয় হাসান।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেবীগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মেয়র পদে নির্বাচন করেন ৯ 📖জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করেন ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করেন ৬৩ জন।