ভাসানচর থেকে পালাতে গিয়ে আটক ১৮ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ১২:০৯ পিএম

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে যাওয়ার সময় ১০ শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়🍰 লোকজন। 

শুক্♌রবার (১৭ সেপ্টেম্বর) সকালে আটকদের রোহিঙ্গা পুনর্বাসন কর্তৃপক্ষের মাধ্যমে ভাসানচর ফেরত পাঠানো হবে বলে ꦡনিশ্চিত করেছেন চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহের।

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্ব🎃র) দিবাগত রাত ২টার দিকে চেয়ারম্যানঘাটের চতলারঘাটের জঙ্গল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে হস্তা▨ন্তর করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দালাল চক্রের মাধ্যমে রাতে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে 🍨১০ শিশু ও আটজন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা নারী-পুরুষ নৌকাযোগে পালানোর চেষ্টা করে। নৌকাটি চেয়ারম্যানঘাটের পাশে চতলাঘাটের একটি জঙ্গলের তাদের নামিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।