লঞ্চ থেকে শিশুদের নদীতে নিক্ষেপ, কর্মীদের বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ১১:০৪ এএম

ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ইমাম হাসান-৫ লঞ্চ থেকে মুন্সীগঞ্জের মেဣঘনা নদীতে চার শিশুকে ফেলে দেওয়ার অভিযোগে লঞ্চ কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার 🔜(১২ সেপ্টেম্বর) রাত ৯টায় মুন্সীগঞ্জ সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেন মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের পরিদর্শক মো. লু🉐ৎফর রহমান।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব খান জানান, চার শিশুকে লঞ্চ থেকে ফেলে দেওয়ার অভিযোগে হত্যাচেষ্টা মামলা হয়🐻েছে। মামলার আসামি অজ্ঞাতনামা লঞ্চ কর্মীরা। মামলা তদন্ত করবে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন।

এদিকে এ ঘটনার পর দুই শিশুকে উদ্ধার হয়। এরা হচ্ছে মেহেদুল হাসান (১৩), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চানপুর গ্রামের মো. শরীফের ছেলে ও সাকিব হাসান (১৩), নোয়াখাল꧑ী জেলার বেগমগঞ্জ থানার আবুল 🎐কাশেমের ছেলে। এছাড়া ঘাটে পাওয়া অপর দুই শিশু হলো তারিকুল ইসলাম (১০) ও সিয়াম (১৩)। 

পুলিশ জানায়, শিশুরা ঢাকার সদরঘাট এলাকায় থাকে। তারা💫 লঞ্চে পানি বিক্রি ও বোতল সংগ্রহে🥂র কাজ করে।

গত শনিবার (১১ সেপ্ট♒েম্বর) সকালে মুন্সীগঞ্জ সীমানাধীন মেঘনা নদীতে শিশুদের ফেলে দেওয়ার ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় তারা বেঁচে যায়।