বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশির

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০১:১৬ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক☂ নিহত হয়েছেন।

রোববার ভোরে ভারতের কোচবিহার ১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যা🥂ম্পের টহলে থাকা সদস্যদের গুলিতে তারা নিহত হন।

নিহতরা হলেন— বুড়িমারী ডাঙ্গাপাড়া এলাকার বুলবুলের ছেলে ইউনুস আলী (২৬) এবং সাগর (২৭), তার বিস্তার🃏িত পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল সাঈদ নেওয়াজ (নিশাদ) জানান, বুড়িমারী সীমান্তের ওপারে গরু আনতে যান ইউনুস আলী ও সাগরসহ তার সঙ্গীরা। ফেরার পথে ভারতের 🦩কোচবিহার-১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্য তাদের লক্ষ্য করে  গুলি করে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি যুব🌸ক নিহত হন।

ঘটনার পরই বিএসএফ সদস্যরা নিহতদের মরদেহ নিয়ে গেছে বলে জানান ইউপি সদসꦿ্য নিশাদ।

এ বিষয়ে বুড়িমারী বিজিবির কোম্পানি কমান্ডার বেলাল হোসেন জꦜানান, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।