প্রাণহানির শঙ্কায় সংবাꦿদ সম্মেলন করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জ𝐆াক।
বৃহস্পতিবার বেলা ১২টা꧋য় নোয়াখালী প্রেসক্লাবের 𓆏সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি হয়রানি ও তার বিরুদ্ধে করা অপপ্রচারের প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, “কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীরা একাধিকবার আমার ও পরিবারের ওপর হামলা করেছে। আমার এবং আমার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের মাথা ফাটি𓄧য়ে দিয়েছে। বাড়িতে একাধিকবার হামলা করেছে।”
চ𓃲েয়ারম্যান অভিযোগ করে বলেন, “আমি একাধ🥂িকবার হামলার শিকার হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখন পর্যন্ত আমার বিরুদ্ধে ১৫টির মতো মামলা হয়েছে। জনপ্রতিনিধি হয়েও আমাকে জেলহাজতে যেতে হয়েছে। এখনো বারবার হত্যার হুমকি দিচ্ছে। যেকোনো সময় আমার প্রাণহানি ঘটতে পারে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
আব্দুর রাজ্জাক আরও অভিযোগ করেন, তৃণমূল থেকে র♒াজনীতি করার কারণে তাকে নৌকা প্রতীক দেওয়া হয়। তিনি এলাকার সর্বস্তরের মানুষের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বও পালন করছেন। ইদানীং অসিত্ব নেই এমন এক বাহিনী গঠনের মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ তাকে হয়রানি করছে।