মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৮:২৭ এএম

মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি আশরাফুল শেখ (৩৮) ও আইয়ুব আলী মোল্লাকে ജ(৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ꦚ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার (২৩ আগস্ট) মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া এ আদেশ দেন। 
রায় ঘোষণার পর আসামিদের কারাগไারে পাঠানোর আদেশ দেন আদালত।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আশরাফুল শেখ হলেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার জঙ্গিকান্দি গ্র🥀ামের মৃত 🅰কিতাব উদ্দিনের ছেলে এবং অপর আসামি আইয়ুব আলী মোল্লা হলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামের মৃত ইসাহাক মোল্লার ছেলে।

আদালতের পেশকার মোজাফফর আলী জানান, সাক্ষ্যপ্রমাণের ▨ভিত্তিতে আদালত আসামিদে༒র দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন। 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামের মুদিদোকানদার আলমগীর বয়াতি।&nb💖sp;২০১৫ সালের ১৩ নভেম্বর বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন ১৪ নভেম্বর সকালে বালাসুর বানিয়াবাড়ি পশ্চিমে আজিজের কলাবাগানে আলমগীরের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা করেন।