ঘাস বিক্রি করে সংসার চালায় ৬০০ পরিবার

হাসান সিকদার, টাঙ্গাইল প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৮:০৭ পিএম

যমুনা নদীর পানি কমে যাওয়ায় জেগে ওঠেছে অসংখ্য চর। বিস্তীর্ণ এই বালুময় চরাঞ্চলে দু-চোখ যে দিকে যায় শুধু সবুজ ঘাসের সমারোহ। চারদিক শুধু সবুজ আর সবুজ। চরাঞ্চলের এই সবুজ ঘাস বিক্রি করে স𒆙ংসার চালিয়ে আসছেন টাঙ্গাইলের প্রায় ৬০০ শতাধিক দরিদ্র পরিবারের লোক🥀জন।

জেলার ভূঞাপুর, কালিহাতী ও গোপালপুর উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে ঘাস🔯 বেচা-কেনার এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, যমুনা চরাঞ্চল এলাকাগুলোতে বরাবরই গো-খাদ্যের সংকট থাকে। যমুনা প্রমত্ত্ব হলে এ সংকট আরও তীব্রতর হয়। অসময়ে পানি বেড়ে নিচু এলাকার জমি ﷽ও ✤বাড়ির আঙিনা তলিয়ে যাওয়ায় ওইসব এলাকায় গো-খাদ্যের ব্যাপক চাহিদা দেখা দেয়।

গো-খাদ্য সংকটের কারণেই মূলত ঘাস বেচা-কেনা পেশা হিসেবে বেছে নিয়েছে অনেকেই। গোপালপুরের নলিন, ভূঞাপুর উপজেলার কুঠিবয়ไড়া, গোবিন্দাসী ফেরি ঘাট, মাটিকাটা, ন্যাংড়া বাজার, সিরাজকান্𒁏দী, পাথাইলকান্দি এবং কালিহাতী উপজেলার বেলটিয়া এলাকায় বর্তমানে সকাল-বিকাল বিভিন্ন জাতের ঘাসের হাট বসে। বিভিন্ন এলাকার ক্রেতারা ওইসব এলাকায় আসেন ঘাস কিনতে।

গরু-ছাগলের খাদ্য হিসেবে পরিচিত ঘাসের মধ্যে নেপিয়ার, দুর্বাঘাস, গর্বাঘাস, কাঠাঁলপাতাস༒হ আরও অনেক রকমের ঘাস বিক্রি হয়। যমুনার তীর ঘেঁষা ওই বাজারগু༒লো এক সময় টাটকা মাছের বাজার হিসেবে পরিচিত হলেও বর্তমানে তা ‘ঘাসের বাজার’ হিসেবে পরিচিতি লাভ করেছে। এসব বাজারে প্রতি আঁটি ঘাস বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। আকার বেধে এক আঁটি কাঠাঁল পাতা ২০-৩০ টাকা, দুর্বাঘাস প্রতি আঁটি ৭০-৮০ টাকা, গর্বাঘাস ৮০-১২০ টাকা, নেপিয়ার ঘাস প্রকার ভেদে ৩০-৮০ টাকা আটি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা দাম কষাকষি করে চাহিদা মতো ঘাস কিনছেন।

যমুনার তীর ঘেষা নলীন বাজারে ঘাস বিক্রি করতে আসা তারেক হোসেন বলেন, “বর্ষা মৌসুমে ঘাস বিক্রি ক♔রেই আমাদের সংসাꦯর চলে। শরৎকাল মৌসুমে চরাঞ্চলে সাধারণত কাজ থাকে না। তাই এ মৌসুমে ঘাস বিক্রি করে দিনে ৪০০-৫০০ টাকা রোজগার হয়। তা দিয়ে কোনো রকম সংসার চলে আমাদের।”

গোবিন্দাসী বাজারের ঘাস বিক্রেতা আবুল মন্ডল বলেন, “আমরা গরিব মানুষ। বর্ষা এলে কাজ না থাকায় ঘাস আর মাছ বিক্রির টাকায় আমাদের সংসার ও ছেলে-মেয়েদের পড়ালেখা চলে। সকালে বাজারে এসে ঘাস বিক্র🦹ি করতে পারলে প্রতিদিন নৌকা খরচ বাদে গড়ে ৪০০-৫০০ টাকা থাকে। তা দিয়েই কোনো রকমে সংসার চলে।”

নিকরাইলের ন্যাংড়া বাজারে ঘাস ক্রেতা সাগর ꦛআকন্দ বলেন, “আমাদের পাঁচটি গবাদী পশু রয়েছে। সাধারণত বর্ষা মৌসুমে গো-খাদ্যের সংকট বেশি থাকে। তাই বর্ষার সময়ে চরাঞ্চলের ঘাসই আমাদের মূল ভরসা। আমরা এ বাজার থেকে নিয়মিত ঘাস কিনি।”

ভূঞাপুর উপজেলা প🐷্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ বলেন , “বর্ষা মৌসুমে গো-খাদ্যের সংকট ꧒দেখা দেয়। সেই সময় চরাঞ্চলের অনেক পরিবার চর থেকে বিভিন্ন জাতের কাঁচা ঘাস সংগ্রহ করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করে। এতে করে তাদের সংসার চলে ও গবাদি পশুর চাহিাদাও পূরণ হয়। এছাড়াও উপজেলায় বাণিজ্যিকভাবে প্রায় দুইশত খামারি ঘাস চাষ করে নিজেদের চাহিদা পূরণ করেও বিক্রি করে আসছেন।”