রাঙামাটির জুরাছড়ি উপজেলার সদর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর ও শতাধিক দোকান পুড়ে গꦆেছে।
রোববার (৯ অক্টোবর) বেলা তিনটার দিকে অগ্নি💎কাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বেলা তিনটার দিকে আগুন লাগলেও বিকেল পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।🐬 আগুনে প্রায় ৩০টি দোকান ও বসতঘর পুড়েছে।
জুরাছড়ি উপজে💛লার ভাইস চেয়ারম্যান রিটন চাকমা জানান, দুপুরের পর আগুনের ঘটনা ঘটেছে🅺। আগুনে ২০-২৫ দোকান পুড়েছে। কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।